|
Date: 2024-08-27 05:19:53 |
যশোর কেন্দ্রীয় কারাগার মোড়ে নিয়ন্ত্রণবিহীন কাভারভ্যানের ধাক্কায় মাসুদ রানা নামের এক যুবক নিহত হয়েছে।কাভারভ্যানের নাম্বার (ঢাকা মেট্রো-ট ২০২৯৬৪।২৭ আগষ্ট(মঙ্গলবার) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।পরিবার সুত্রে যানা যায় প্রতিদিনের মতো নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। শহরে পৌছানোর পর কেন্দ্রীয় কারাগারের সামনে আসলে সেখানে কাভারভ্যানটির ধাক্কায় মাসুদ মাটিতে পড়ে যায় আর তখনি সেখানেই মারা যায়।এ ঘটনায় কোতোয়ালী থানার পুলিশ জড়িত কাভারভ্যানটি আটক করলেও আটক করতে পারিনি চালককে দুর্ঘটনাটি ঘটিয়ে ততক্ষণে চালক পালিয়ে যায়।নিহত মাসুদ রানা কাঠেরপুল এলাকার সোহাগের মাংসের দোকানের কর্মচারী। স্থানীয় সুত্রে যানা যায় ঢাকা থেকে বেনাপোলগামী মালবাহী কাভারভ্যানটি দ্রুতগামী মোড় ঘোরার সময় এই ঘটনাটি ঘটে।স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তার আসিফুর রহমান জানান, সকালে আনুমানিক ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এই নিহত ব্যাক্তি মাসুদ রানাকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
© Deshchitro 2024