শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার জেলার দেবহাটা সীমান্ত এলাকা থেকে ৫ কোটি ২০ ল ২০ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় মাদক এলএসডি এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে নীলডুমুর ১৭ বিজিবি।

নীলডুমুর ১৭ বিজিবি ২৭ আগস্ট মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত  হতে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সিগন্যালস্, অধিনায়ক, লেঃ কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদারের  নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ২৬ আগস্ট সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় ০৫ বোতল ভারতীয় এলএসডি (১০০ এমএল) এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার মূল্য ০৫ কোটি ২০ ল ২০ হাজার টাকা।

 উল্লেখ্য, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি 'জিরো টলারেন্স নীতি' কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্থ করেন।

ছবি- শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য সমূহ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024