|
Date: 2024-08-27 15:58:11 |
প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই কঠিন...তাই একবার এমন কাউকে পেলে এর থেকে ভালো কপাল বোধহয় আর কখনোই হতে পারেনা....
যে মানুষটা আপনাকে পাওয়ার তিব্র আনন্দে কেঁদে দেয় তার চেয়ে ভালো বোধহয় পৃথিবীতে আপনাকে দ্বিতীয় কেউ বাসতে পারবে না!যার চোখের জল পড়েছে আপনার জন্য, সে আর যাইহোক প্রতারক হতে পারে না!
দু'চারদিন ভালোবাসতে সবাই পারে। শুধু পারে না সারাজীবন হাতটা ধরে থাকতে,সারাজীবন ভালোবাসতে। যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে তাঁর দুইদিনের ভালোবাসা দুই যুগের সমান।
ভালোবাসলে এমন মানুষকে বাসুন। যার পৃথিবীটা আপনাকে ঘিরে। যার চোখের জলের বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য। যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় কারও অস্তিত্ব নেই।
যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য নিজেকে সমাজ- বাস্তবতা ও পরিবারে বিরুদ্ধে যুদ্ধ করে। তাঁর চেয়ে বেশি ভালো পৃথিবীতে আপনাকে কেউ বাসে না! আপনি তারচেয়ে ভালো কাউকে কোনো দিন পাবেন না!
যে মানুষটা হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে, তার চোখে আপনাকে পাওয়ার আনন্দের অশ্রু থাকবেই। আপনি সারাজীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসুন, যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে।
হাজার ঝগড়াঝাটির মাঝেও দিনশেষে যে মানুষটার কাছে সব কিছু বলা যায়। যাকে সব কিছু শেয়ার করে মনে তৃপ্তি পাওয়া যায় এর থেকে শান্তির যেমন আর কিছু নেই। এমন মানুষ পেলে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা মনেও আসা উচিত নয়। পারলে তাকে সবটা শেয়ার করুন দেখবেন সে তত আপনার কাছে প্ৰিয় বন্ধু ও ভালোবাসার মানুষ হয়ে উঠবে।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং সাহিত্যিক।
© Deshchitro 2024