লক্ষ্মীপুর জেলার বন্যার্ত অসহায় মানুষদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যােগে ১০০০ প্যাকেট খাদ্য ও ঔষধ সামগ্রী, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানি রায়পুর ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ (চর পাগলা, ফাজিল ব্যাপারির হাট, ইসলামগনজ) এলাকা, ৮নং চর কাদিরা ইউনিয়ন, চরবসু এবং রামগতির আলেকজান্ডারের বেশী ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়।


এছাড়াও রায়পুরের সোনাপুর ও ভবানীগঞ্জ মিয়ার বেড়ী আশ্রয় কেন্দ্রে সকল আশ্রিত মানুষদের জন্য নিয়মিত রান্না করা খাবার দেওয়া হয়। 


প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন বন্যার্ত অসহায় মানুষদের পাশে থাকার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান বিইউবিটি ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড ও ভিসি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে।

আরো ধন্যবাদ জানান কমলনগরের চরবসু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান মানিক ও রামগতি আলেকজান্ডার পাইলট স্কুলের শিক্ষক নজরুলসহ সেসব অঞ্চলের অভিভাবকদের প্রতি যাদের আন্তরিকতা আতিথেয়তা ও সহযোগিতায় সহজে ত্রান কার্যক্রম সম্পন্ন হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024