কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া আনন্দ উৎসব। বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া সংস্থা  এ খেলা ও আনন্দ উৎসবের আয়োজন করে।


এ আয়োজনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিনহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসাইন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


এ উৎসবে মুক্তারাম পল্লী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, পলাশবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কুড়িগ্রামের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়।


ইভেন্টের মধ্যে ছিল ১২-১৬ বছর বয়সের বালক-বালিকাদের ১০০ মিটার দৌড়, ৮-১১ বছর বয়সের বালক-বালিকাদের ৫০ মিটার দৌড়, বেলুন ফোটানো, বিস্কুট দৌড়, ছোট গোলবাড়ে গোল দেয়া, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাঁজো, ও সংগীত পরিবেশনা।


খেলা ও আনন্দ উৎসব শেষে ১২০ জন শিক্ষা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।


জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলার অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ দিবসের খেলাসহ সকল ধরনের খেলা ও উৎসবে সম্পৃক্ত করা হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024