|
Date: 2024-08-28 08:27:42 |
নীলফামারীর কিশোরগঞ্জে একটি অসহায় হিন্দু পরিবারের পাশে দেবদূত হয়ে দাড়িয়েছেন উপজেলার ডিগ্রি কলেজ সংলগ্নে অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রম। বুধবার (২৮ আগস্ট) সকাল এগারোটায় নিরাপদ বৃদ্ধাশ্রমে অসহায় হিন্দু পরিবারের মাঝে নিরাপদ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে এক মাসের বাজার খরচ হিসেবে ১০ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি লবণ,১ লিটার তেল, সাবান ও ৪ হালি ডিম প্রদান করা হয়। জানা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজার পাড়ায় এক অসহায় হিন্দু পরিবারের বসবাস। বয়স্ক বৃদ্ধের সন্তানরা থাকলেও দেখবাল না করায় খুব দুর্বিষহ জীবন যাপন করে আসছেন পরিবার টি। বিষয় টি নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতার নজরে আসলে তিনি প্রতি মাসের ভর পোষণের দায়িত্ব নেন।তারেই ধারাবাহিকতায় বুধবার সকালে এক মাসের বাজার খরচ অসহায় হিন্দু পরিবারের মাঝে তুলে দেন। নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাজেদুর রহমান সাজু বলেন, গত দুই মাস আগে অসহায় হিন্দু পরিবারের দুর্বিষহ জীবন যাপন দেখে বিষয় টি আমার নজরে আসে। সেই হিন্দু বাবা-মায়ের সন্তান আছে তবুও তাদের কোনো খোজ-খবর রাখে না,খেতেও দেয়না। তখন আমি অসহায় হিন্দু পরিবারের দেখাশোনার জন্য প্রতি মাসে চলতে যেটুকু খাবার প্রয়োজন তা আমি আমার নিরাপদ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে সাধ্যমত দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের মাধ্যমে অসহায় বৃদ্ধ- বৃদ্ধাদের সহযোগিতা করার আহবানও জানান তিনি।
© Deshchitro 2024