|
Date: 2024-08-28 08:58:53 |
বিশেষ প্রতিনিধি, দৈনিক দেশচিত্র
বন্যাদুর্গত মানুষের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে আশা ৫৯.৮ কোটি টাকার নগদ সহায়তা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা নগদ অনুদান প্রদান, ক্ষতিগ্রস্ত সদস্যদের ৩০ কোটি টাকা নগদ এককালীন অনুদান, ১.৫ কোটি টাকার খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ, ২৫ কোটি টাকা সুদমুক্ত ঋণ প্রদান, কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ২০ লাখ টাকা মূল্যের সার, বীজ, কীটনাশক ও মৎস্য পোনা বিতরণ এবং বিনামূল্যে ১০ লাখ টাকার খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ করা হবে।
এছাড়াও, ক্ষতিগ্রস্ত সদস্যদেরকে ২০০ কোটি টাকা সঞ্চয় ফেরত দেয়া হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় ঋণের কিস্তি আদায় স্থগিত করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় আশার একাধিক মেডিকেল টিম কাজ করছে। (তথ্য আশা)
© Deshchitro 2024