নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ বৃক্ষরোপণের মাধ্যমে যাত্রা শুরু করেছেন।

বুধবার (২৮শে আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে তিনি বৃক্ষরোপণ করেন।

এসময় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য উজ্জ্বল কানজিলাল, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাবেদুল ইসলাম সানবীম, মোঃ হারুন অর রশীদ, মোঃ মেহের-উল হোসেন, সহকারী শিক্ষিকা অ্যাড. মালা জেসমিন প্রমুখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটিতে গত মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন। সরকার পরিবর্তনের পর সরকারি আদেশে সকল বিদ্যালয়ের সভাপতিদের সরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করায় ইউএনও মোঃ নাজমুল আলম বিপিএএ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিযুক্ত হন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024