|
Date: 2024-08-28 11:16:28 |
এছাড়া শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত পাঠদান নিশ্চিত ও প্রয়োজনে শিক্ষকদের মধ্যে মনিটরিং টিম গঠন, দিনভর ক্লাসের পরিবর্তে মর্নিং শিফটে (সকাল ৯টা থেকে দুপুর ২টা ২০ মিনিট) নিয়ে আসা, মাদ্রাসার ভর্তি ফি সহ বিভিন্ন বোর্ড পরীক্ষার ফর্ম পূরণ কালীন বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত ফি ধার্য্য করা যাবে না এবং প্রতিটি ফি রশিদমূলে আদায়, মাদ্রাসা স্টাফ কর্তৃক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যথাযথ সদাচরণ নিশ্চিত করা, শিক্ষক কর্তৃক প্রাইভেট বাণিজ্যের মাধ্যমে শর্ট সাজেশন সহ সকল প্রকার অনিয়ম মনিটরিংয়ের আওতায় আনা ও অভিযোগ পাওয়া গেলে তা তদন্তের মাধ্যমে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ সহ শিক্ষার্থীদের আমল-আখলাক বিকাশে গুরুত্ব প্রদান ও মাদ্রাসার সাংস্কৃতিক উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এবিষয়ে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল দাবি পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করবো।
© Deshchitro 2024