|
Date: 2024-08-28 11:23:56 |
‘বৃক্ষ হোক শান্তি স্মারক, চলুন বেশি করে গাছ লাগাই’ এই স্লোগানকে উপজীব্য করে শেরপুর সদর উপজেলায় আস্থা প্রকল্পের শান্তি ও সম্প্রীতির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আজ ২৮ আগস্ট বুধবার সকালে সদর উপজেলার বয়ড়া পরানপুর দাখিল মাদরাসায় উপজেলা যুব ফোরাম শেরপুর সদরের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। বয়ড়া পরানপুর দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. তোজাম্মেল হক এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মাদরাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষকবৃন্দ, আস্থা প্রকল্পের যুব ফোরাম সদরের আহ্বায়ক মো. শামীম মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সিফাতসহ যুব ফোরাম সদস্যবৃন্দ ও মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তৃতায় মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. তোজাম্মেল হক বলেন, গাছ সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি। গাছ আমাদেরকে বিনামূল্যে বিনা শর্তে অক্সিজেন দেয় এবং কোন ভেদাভেদ না করেই আজীবন এই অক্সিজেন সরবরাহ করে যায়। সুতরাং আমরা গাছ থেকে শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিতে পারি। আমরাও মুসলমান, হিন্দু, খ্রিষ্টান কোন ভেদাভেদ বা বৈষম্য না করে সকল নাগরিকদের জন্য শান্তি ও সম্প্রীতির এক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করি। চমৎকার এই আয়োজনের জন্য মাদরাসা কর্তৃপক্ষ যুব ফোরাম ও আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান। পরে উপজেলা যুব ফোরাম এর সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ফোরাম সদস্যদের আবাসিক প্রশিক্ষণ ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
© Deshchitro 2024