সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে প্রাণিসম্পদ সুরা ও ব্যবস্থাপনা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়।
বুধবার(২৮ আগষ্ট) সকালে শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সেমিনার কে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর সমতা শক্তিশালী করণ পরিবেশ প্রকল্পের আওতায়-অনুষ্ঠানে প্রাণিসম্পদের প্রাথমিক চিকিৎসা, উপযোগী ভ্যাকসিন প্রদান, নিয়মিত পরিচর্যা ও প্রতিপালনের উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, আমাদের নিজেদের স্বার্থে সুন্দর প্রকৃতির জন্য প্রাণিসম্পদ সুরা ও সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। তবেই বাঁচবে জাতি, বাঁচবে দেশ, সুরতি থাকবে প্রাণবৈচিত্র্য।
এছাড়াও অনুষ্ঠানে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, ইউনিয়ন ভ্যাকসিনেটরবৃন্দ, সিএসও সদস্য, দুর্যোগ স্বেচ্ছাসেবক সহ বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল, এ্যাডভোকেসী এ্যাসিসটেন্ট ফজলুল হক উপস্থিত ছিলেন।