দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা প্রদানকারি রংপুরের পীরগাছার নটাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে বিদ্যালয় চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম করে আসছেন। এসময় তারা প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের পদত্যাগ দাবি করেন।


বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসির আয়োজনে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জিয়াউর রহমান লিটন, ইমরান হোসেন, আফজাল হোসেন প্রমুখ। 


এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মুঠোফোনে জানান, তাদের অভিযোগগুলো মিথ্যা। তারা এর আগেও আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024