|
Date: 2024-08-29 12:10:27 |
চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন অনামিকা আজম ফাউন্ডেশন।
নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলা সহ চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন আলোচিত সমাজসেবী সংগঠন অনামিকা আজম ফাউন্ডেশন । দেশের বিপর্যয় ক্লান্তি লগ্নে চাটখিলের আলোচিত বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ আলী আজম খোকার সুযোগ্য কন্যা অনামিকা আজম।
অনামিকা আজম বলেন সম্প্রতি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যার বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত লাখো মানুষ।নোয়াখালী জেলা চাটখিল নিজ এলাকার মানুষের জন্য সবসময় কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন তিনি, এবং আরো বলেন বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন।
© Deshchitro 2024