বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ  সামগ্রী পৌঁছে দিতে গত কয়েকদিন ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শ্যামপুর খানকায়ে জনকল্যাণ প্রকল্পের সদস্যবৃন্দরা। 


এটি নোয়াখালী ও লক্ষীপুর দুটি জেলার সমন্বয়ে সীমান্তবর্তী হওয়ায় সংগঠনটি উভয় দিকে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন।


প্রায় ৭'শ পরিবারের মাঝে শামপুর, ভাটিয়ালপুর, মমিন পুর, করপাড়া ও সোমপাড়া এলাকায় সদস্যরা কোমর সমান পানিতে নেমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শুকনো ও ভারী খাবার বিতরণ করা হয়। 

ত্রান কমিটির কতৃপক্ষ জানান, সংগঠনটি সব সময় মানুষের মাঝে কাজ করে আসছেন ভবিষ্যতে ও এ ধারা অব্যহত রাখবেন বলে জানান। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024