|
Date: 2024-08-30 16:02:48 |
ছাত্র-জনতার গণবিপ্লব সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রংপুরের পীরগাছায় ইসলামি আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শহিদ মিনার চত্ত্বরে চলে এ সমাবেশ।
উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি কেরামত আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলনের রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা এটিএম গোলাম মোস্তফা বাবু। প্রধান বক্তা ছিলেন ইসলামি আন্দোলনের জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন।
উপজেলা ইসলামি আন্দোলনের আয়োজনে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ইসলামি যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি তাহমিদুর রহমান, ইসলামি শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি একরামুল হক, ইসলামি ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি আলিম আল আসিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
© Deshchitro 2024