|
Date: 2024-08-30 16:22:32 |
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌলানা রফিক উল্লাহ্ এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩০ আগস্ট)সকাল ১০ টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জামায়াতে ইসলামী কক্সবাজার সাবেক সেক্রেটারি এডভোকেট শাহজালাল চৌধুরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম। জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক মাঃও রফিক উল্লাহর অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র আল-কোরআন থেকে দরছে কোরআান তেলাওয়াতের মধ্য জামায়াতে ইসলামী কী ও কেন? বর্তমান প্রেক্ষাপটেড উপর বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও সাবেক ছাত্র নেতা সরোয়ার আলম,জামায়াতে ইসলামী টেকনাফ পৌর শহর সহ-সভাপতি ও সাবেক মেয়র মোঃ ইসমাইল, টেকনাফ উপজেলা জামাতে ইসলামি হোয়াইকং আমীর মাওঃ মোঃ ইব্রাহিম, জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন আমীর মা-ও মোস্তাক আহমেদ, ইসলামি ছাত্র শিবির কক্সবাজার শহর শাখার সভাপতি আব্দুর রহিম নুরী, ও টেকনাফ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র শিবির, ও জামায়াতে ইসলামী সদস্যরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024