|
Date: 2024-08-31 07:01:07 |
মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ এনামুল হক (২৮) নামে এক যুবক শুক্রবার দিবাগত রাতে নিহত হন। এই দূর্ঘটনাটি শরীয়তপুর জেলার সখিপুর থানার মোল্লারহাট এলাকায় ঘটে।
রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত এনামুল হক (২৮) পটুয়াখালী জেলার সদর উপজেলার চরমৈশাদী গ্রামের রুহুল আমিনের ছেলে।
তার মৃত্যুর বিষয়ে তার সহকর্মী রুম্মান বলেন, আমরা দুজনে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করি। গতরাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সে গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয় এবং সংশ্লিষ্ট থানা–পুলিশকে বিষয়টি জানানো হয়।
© Deshchitro 2024