|
Date: 2024-08-31 13:59:32 |
ধর্মপাশায় (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোজিনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
৩১ আগস্ট, শনিবার বিকেলে সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
রোজিনা আক্তার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায় রোজিনা আক্তার তার স্বামীর ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
#আবদুর রব সজল
ধর্মপাশা, সুনামগঞ্জ
০১৭১০০২৩৮৮১
© Deshchitro 2024