|
Date: 2024-09-01 02:19:10 |
হৃদরোগে আক্রান্ত হয়ে মো: জিয়াউর রহমানের দুটি ভালভ্ব সম্পূর্ণ অকেজো অবস্থায় টাকার অভাবে অপারেশন করতে না পেরে দীর্ঘদিন যাবৎ হাসপাতালের বেডে যন্ত্রণায় দিনাতিপাত করছে।
এই রোগী জিয়াউর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাংবাদিক আনিছুর রহমানের আপন ছোট ভাই। ২নং সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুরের মোকামি পাড়া এলাকার মৃত মাহমুদুল হক এর সন্তান।
বিগত ৭ বছর যাবৎ প্রায় ৭ লক্ষাধিক টাকা খরচ করেও রোগ ধরা পড়েনি। এবছর (২০২৪ইং) জুন মাসে কাশির সাথে মাত্রাতিরিক্ত রক্ত বের হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন যে, তিনি হৃদরোগে আক্রান্ত। এরপর ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ১৬ নং ওয়ার্ডে পে ১১ নং বেডে গত ১৬ই জুলাই ভর্তি করা হয়। সেখানে পরীক্ষানিরীক্ষা পর বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন তার দুটি ভালভ্ব নষ্ট হয়েছে। দুটি ভালভ্ব ও অক্সিজেন ক্রয় করে অপারেশন করাতে মেডিসিন সহ প্রায় ৫ লক্ষাধিক টাকা খরছ হবে।
বর্তমানে আর্থিক সংকটে থাকা তার ভাইদের পক্ষে এই খরচ বহন করা অসম্ভব। যার যার সাম্যর্থ অনুযায়ী মোঃ জিয়াউর রহমানের চিকিৎসার সাহায্যার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তার বড় ভাই আনিছুর রহমান ও মুফিজুর রহমান।
সাহায্য পাঠানোর ঠিকানা:
আনিছুর রহমান বিকাশ প্যারসোনাল -01832_287440,
মুফিজুর রহমান বিকাশ প্যারসোনাল- 01857_328448,
ব্যাংক হিসাব একাউন্ট নাম্বার -20504240200386400 প্রবর্তক শাখা, চট্টগ্রাম
© Deshchitro 2024