বন্যাদুর্গতদের সহায়তায় সারাদেশের ন্যায় এগিয়ে এসেছে কক্সবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।


২৯ আগস্ট রামুর গর্জনিয়ার ৩নং ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে সরেজমিনে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করে শিক্ষার্থীরা।


ত্রাণ সামগ্রীর মধ্যে চাল,ডাল,তেল,আলু,পেয়াঁজ, লবণ,বিস্কুট, স্যালাইনসহ প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।



হিসাব বিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইফতেহারুল আলম রুহেত বলেন, ত্রাণ কার্যক্রমের জন্য কয়েকদিন ধরে শহরের কলাতলী থেকে খুরুশকুল রাস্তার মাথাসহ, লিংক রোড এবং কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের থেকে অর্থ সংগ্রহ করা হয়। আকস্মিক বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য এই উদ্যোগ উল্লেখ করেন রুহেত।


হিসাববিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো: সাকিব বলেন, বন্যার পানি নেমে গেলেও বন্যাদুর্গত এলাকা গুলো এখনও স্বাভাবিক হয়নি। তাই নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তাদের মাঝে পৌঁছে দেয়া হয়৷



শিক্ষার্থীরা আরও জানান, দেশের যে-কোনো দুর্যোগ, বিপদে-আপদে তারা নির্ভয়ে এগিয়ে আসবেন।


বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আলী আশরাফ রাফী, আওয়াল, তাসনিহা নূর, মোশাররফা, মীমসহ অন্যান্য বিভাগের জাসেদ ইকবাল, মো: রিজুয়ান, রাকিবসহ অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসেন।



শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো: মুফিজুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী আবু সায়েদ মজুমদার, সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, সহকারী অধ্যাপক নেছারুল হক, সহকারী অধ্যাপক মং থোয়েন অং, প্রভাষক ইমরানুল হক, রিহাবুল আকবর মিনার সহ অন্যান্য শিক্ষকরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024