|
Date: 2024-09-01 09:30:41 |
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় একটি শিম ক্ষেতে একটি ভারতীয় মর্টারসেল পাওয়া গেছে। শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লড়াইঘাট এলাকার মর্টারসেলটি পাওয়া যায়। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়।
আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়েছিলো এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিম ক্ষেতে গিয়ে মর্টারসেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে।
কৃষক নাজু হোসেন বলেন, ‘আমরা ওই দিন ভেবেছিলাম ড্রোনের কারণে এমন হয়েছে।
বিষয়টি নিয়ে সেসময় তেমন গুরত্ব দেওয়া হয়নি। কিন্তু আজ সকালে মাঠে গিয়ে মর্টারসেলটি দেখতে পাই। আমারা খুব আতংকের মধ্যে রয়েছি।’
মেজর মোল্লা ওবায়দুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মর্টারসেল পাওয়ার ঘটনায় আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টারসেল নিস্ক্রিয় করবে বলে জানিয়েছে।
© Deshchitro 2024