বন্যাদুর্গত মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

'সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’- এ মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে।

এবারের আকস্মিক বন্যায় বিভিন্ন বন্যাকবলিত জেলায় বানভাসির পাশে দাঁড়িয়েছেন সেনাসদস্যরা।

সিলেট সেনানিবাস থেকে সেনা পরিবার কল্যান সমিতি এর পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাবাড়িতে ৩১ জুলাই দিনব্যাপী প্রায় ৪০০ বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রান (নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও শিশুখাদ্য) সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মৌলভীবাজার সদর সেনাক্যাম্পের একটি মেডিকেল টিম কর্তক প্রায় ৩০০ জনকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়ছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024