আজ কেমন মেঘ জমেছে!

সেদিন ও জমেছিলো মেঘ, 

ঘন কালো মেঘের ছায়ায়, 

আকাশ কেমন যেনো ভিন্ন রূপ ধরেছিলো!

আমি চেয়ে থাকি দূর হতে বহু দূরে 

আকাশের মায়াবি ছায়ায়।

অথচ তার সীমানায় রক্ষীদের পাহারা!

বহু বছরের অতিক্রম, 

তেপান্তর পারি দিয়ে আমি তো এসেছিলাম 

শুধু তোমার বিস্ময়তা জানবার আশায়। 

ঠাই দাঁড়িয়ে ছিলাম কবে পাবো দেখা, 

পৃথিবীর বিশালতার মাঝে 

একা করে দাও নি কী আমায়?

হঠাৎ দৃষ্টি কেড়ে নিলো বিশ্বের বুক 

সবুজে তার ঢেউ খেলে যায় বৃক্ষ। 

তারই দেহে নদী, সাগর এ যেনো অপরূপ অলংকার!

বাস করে কেবল পশু আর পাখি দের দল

বিশ্ব ভ্রম্মান্ডের এই পরিচয় যেনো আগে পাই নি। 

আকাশের মহত্ত্ব দেখার বড্ড সাধ্ জেগেছিলো।

আবারো ছুটে যেতে মন চায় সেই কালো মেঘের দিনে। 

এ সাধ্ যেনো টেনে নিয়ে যায় ঊর্ধ্বগতি তে 

অচেনা আকাশের দোরগোড়ায়, 

তবে বার বার গিয়ে দেখতে চাই বিশ্বের অচেনা মুখ। 

°°°°°°°

• ইফাত আরা আনসারী

লেখক ও শিক্ষার্থী 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024