|
Date: 2022-11-10 09:46:43 |
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজের পর তার সর্বশেষ অবস্থান ছিল গাজীপুর। মরদেহ কীভাবে শীতলক্ষ্যায় গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে তিনি তার ধারণার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক যুগপূর্তির অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই খবর দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুয়েটের যে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ লোকেশন ছিল গাজীপুরে। আমরা এমন তথ্যই পেয়েছিলাম। কিন্তু গাজীপুর থেকে পরে কীভাবে সেটি নদীতে আসল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’
গত সোমবার নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বুয়েটের পুর-কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন ৪ নভেম্বর নিখোঁজ হন। ৫ নভেম্বর রাজধানীর রামপুরা থানায় জিডি করেন তার বাবা কাজী নূর উদ্দিন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লার দেউলপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বিষয়টির তদন্ত চলছে, পুরোপুরি তদন্ত না করে তথ্য দিলে ভুল হতে পারে। তিনি সে রকম কিছু করতে চান না। তবে ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এটি একটি হত্যাকাণ্ড। সে বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে।’
এ ঘটনায় ফারদিনের বাবা রামপুরা থানায় বুশরা নামে এক তরুণীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। বুশরাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় জিজ্ঞাসাবাদের জন্য।
© Deshchitro 2024