|
Date: 2022-11-10 10:20:10 |
◾ স্পোর্টস ডেস্ক
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতকে উড়িয়ে ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। ভারতের ছুঁড়ে দেওয়া লক্ষ্য ২৪ বল আর ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। জশ বাটলার ৮০ আর অ্যালেক্স হেলস ৮৬ রানে অপরাজিত থাকেন।
টস জিতে ব্যাট করতে নেমে বিরাট কোহলির অর্ধশতক আর হার্দিক পান্ডিয়ার ৩৩ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত। জবাবে শুরু থেকেই জশ বাটলার এবং অ্যালেক্স হেলস ঝড়ো শুরু করেন। পাওয়ার প্লে থেকে ৬৩ রান তোলে ইংল্যান্ড। এরপর দুই ব্যাটারই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন। আর শেষ পর্যন্ত ২৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।
© Deshchitro 2024