বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতন হওয়ার সুবাদে ফের নীলফামারীর কিশোরগঞ্জে থাই গেম ও ভিসা প্রতারক চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক মাস আগে প্রশাসনের তৎপরতার কারণে কিছু দিনের জন্য গা ঢাকা দিলেও সরকার পতনের পর প্রশাসন তৎপরতা ঢিলেঢালা হওয়ায় ফের তাদের দৌরাত্ম্য বেড়েছে।

জানা যায়,ফেসবুকে থাই গেম ও কানাডার ভিসা দেওয়ার ভিডিও বুস্ট করে প্রবাসীদের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এমনকি হাতিয়ে নেওয়া প্রবাসীদের টাকায় প্রতারকরা হচ্ছেন রাতারাতি আঙুল ফুলে কলাগাছ। জানা গেছে, থাই গেম ও ভিসা প্রতারণার ঘটনায় কয়েকজন কে আটক করে সাইবার নিরাপত্তা আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এবং থাই গেম ও ভিসা প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকলেও সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর থেকে প্রশাসনের তৎপরতা কমে যাওয়ায় ফের বেড়েছে থাই ও ভিসা প্রতারক চক্রের সদস্যদের দৌরাত্ম্য। বিশেষ করে উপজেলার নিতাই, বাহাগিলী,পুটিমারীসহ বিভিন্ন ইউনিয়নে প্রতারক চক্রের সদস্যদের অবাধ বিচরণ। 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতারক চক্রের সদস্যরা বলেন,কানাডায় লোক নেওয়ার জন্য অনলাইন ফেসবুকের মাধ্যমে লোভনীয় চাকরির অফার দিয়ে বুস্টের সাহায্যে প্রবাসীদের কাছে পৌঁছে দেন। এর প্রবাসীদের ফাঁদে ফেলে বিভিন্ন ধাপে ধাপে টাকা হাতিয়ে নিয়ে তাদের নিঃস্ব করে তারপর ব্লক মেরে দেয়। ঠিক তেমনি ভাবে থাই লটারির নামে লটারি পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকেও ব্লক মেরে দেওয়া হয়। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মণ্ডল এর সাথে থাই গেম ও ভিসা প্রতারক চক্রের বিষয়ে কথা হলে তিনি জানান, এখন তো অভিযানে ওই ভাবে আমরা যায় না, আপাতত অপারেশন বন্ধ আছে। আমরা আমাদের তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অপারেশন করববো,তথ্য নিয়ে তারপর আমাদের যেতে হয়। 




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024