কালিগঞ্জে উকশা  বহুমুখী সমবায় সমিতি লিঃ গ্রাহকদের টাকা নিয়ে উধাও 

কালিগঞ্জে উকশা  বহুমুখী সমবায় সমিতি লিঃ,মিঃ হাজারো মানুষের টাকা নিয়ে লাপাত্তা,২সেপ্টেম্বর২০২৪ইং রোজ সোমবার, বিকাল ৪ টায় উকশা লিয়াকত আলীর মোড় থেকে, উকশা সমাজ উন্নয়ন বহুমুখী সমবায় এর প্রধান কার্যালয়ের সম্মুখে নারী,পুরুষ,ধর্ম,বর্ণ প্রতিবন্ধী নির্বিশেষে যারাই ওই সমিতিতে যারা টাকা রাখছিল,তারা আজ দিশেহারা, কালিগঞ্জ থানার অভিযোগ সূত্র এবং ১৪০জনভুক্তভোগী  গণস্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় ধলবাড়িয়া ইউনিয়নের উকশা গ্রামের প্রধান কার্যালয় তালা বদ্ধ আছে, বলে জানা যায়। 

 বিগত চার মাস ধরে অফিস বন্ধ থাকায়, পাওনা টাকা পাওয়ার আশায়  তার বাড়িতে গেলে,টাকা না দিয়ে ভয় ভীতি হুমকি ও ধামকি দিয়ে গ্রাহকদের তাড়িয়ে দেয়, প্রতিষ্ঠানের  মালিক  বাড়িও একই গ্রামে সে পিতা মৃত আজিজ ইয়াসিন আরাফাত রহমান(বাবলু) যে সকল গ্রাহকরা টাকা  তারা বলছে, সে যেন টাকা না দিয়ে কোনভাবে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সাংবাদিকরা উকশা সমাজ উন্নয়ন বহুমুখী সমিতি লিমিটেড এক কর্তৃপক্ষের সাথে সাংবাদিকরা মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়, মানববন্ধন থেকে তাদের দাবি যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাবাহিনী ও বিজিবি কাছে অনুরোধ জানিয়েছেন তাদের পাওনা টাকা না পাওয়া পর্যন্ত সে যেন দেশত্যাগ করতে না পারে,তার পরিবারের লোকজন ওই একই এনজিওতে চাকরি করতো, এজন্য তারা টাকা যদি মালিক ও না দেয় তাহলে পরিবারের কাছ থেকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024