|
Date: 2024-09-02 15:42:17 |
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যেগে শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় মধুপুর লাইফ কেয়ার হাসপাতালের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সোলায়মান কবিরের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠি হয়েছে। সম্মেলনের প্রথমেই প্রধান উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করে নেন সার্ক টাঙ্গাইল জেলা শাখার সকল সদস্যবৃন্দ।
পরে লাইফ কেয়ার হাসপাতালের কনফারেন্স রুমে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাউথ এশিয়া রেডিও (সার্ক) বাংলাদেশ ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মীর শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী
সামাদ সরকার, টাঙ্গাইল শাখার মধুপুর উপজেলার সার্ক ক্লাবের সভাপতি সুব্রত কর্মকার।
আরও
উপস্তিত ছিলেন লিটন ব্যবসায়ী, সহকারী অধ্যাপক আমিনুর রহমান, মধুপুর রানী ভবানী মডেল সরকারি মাধ্যমিক স্কুলের সাবেক সহকারী শিক্ষক অলক কুমার চৌধুরী, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, সরিষাবাড়ী কলেজের
প্রভাষক শহিদুল্লাহ কায়সার, শিল্পপতি হাবিব পালোয়ান, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ, ব্যবসায়ী রঞ্জ আহমেদ, লাইফ কেয়ার হাসপাতালে পরিচালক মির্জা মামুন, সাংবাদিক আলকামা শিকদার, প্রবাসী মির্জা আবিদ হাসান রাজন,
বাবুল হোসেন, হাবিবুর রহমান, আরমান খান, সরোয়ার নিহান,
পার্থ রবিদাশ প্রমুখ । এসময় ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা, স্থানীয় আনারস চাষী, স্থানীয় ব্যবসায়ী, প্রিন্ট মিডিয়া ও অনলাইন ভার্সন পত্রিকার গণমাধ্যমকর্মী।
© Deshchitro 2024