রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যাপক মো. মহিউদ্দিন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


জানা যায়, অধ্যাপক মো. মহিউদ্দিন ১৯৮৩ সালে তিতুমীর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।


দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, আমি এই কলেজেরই সাবেক শিক্ষার্থী। উপাধ্যক্ষ হিসেবে এতদিন ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছি। ভবিষ্যতেও কলেজের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা করার চেষ্টা করব। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024