শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আত্মনির্ভরশীল দলে অংশগ্রহণ মূলক মনিটরিং (এসআরজি, আত্মনির্ভরশীল দল) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার অংশগ্রহণ মূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন, সীডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার (ইএন্ডআই) মো. ওসমান গণি, ইউসি মি. সত্যজিত মৃ। প্রশিক্ষণে অংশগ্রহণমূলক মনিটরিং কি? অংশগ্রহণ মূলক মনিটরিং কিভাবে করা যায়, পরিবার উন্নয়ন পরিকল্পনা (এফডিপি) কিভাবে অংশগ্রহণ মূলক মনিটরিং করা যায়, এফডিপির মনিটরিং টুলস (সবুজ, হলুদ, লাল রং এর ব্যবহার) নিয়ে আলোচনা করা হয়।


এছাড়াও এসআরজি পরিকল্পনার অগ্রগতির মনিটরিং টুলস (মুড মিটার/স্কোরিং) নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে চুকচুকি গ্রামের ৪টি আত্মনির্ভরশীল দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024