আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্ববর) বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।  
কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। ২০২২-২৩ মৌসুমে গম ভুট্টা সরিষা ও সূর্যমুখী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান ও এসএপিপিও আঃ গনি। অনুষ্ঠানে ১ হাজার ৭০০ কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১৫০ জন কৃষককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ৪০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024