|
Date: 2024-09-04 08:37:25 |
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। অস্ত্র জমা দেয়ার শেষ সময় গতকাল ৩ সেপ্টেম্বর বিকেলে ৫ টা পর্যন্ত হলেও জেলায় ২০৫ লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে জমা পড়েছে ৮১ টি। জমা পড়েনি ১২৪ টি। অর্থাৎ জমা না হওয়ায় লাইসেন্সকৃত বৈধ অস্ত্রও অবৈধ অস্ত্র হিসাবে গণ্য হবে।
জেলা প্রশাসকের জেএম শাখাসূত্রে জানা যায়-২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত কক্সবাজারের আগ্নোয়াস্ত্র লাইসেন্সের সংখ্যা ২৭৯ টির বিপরীতে প্রশাসন অস্ত্র ক্রয় করেছে ২৩৩ টি। এরমধ্যে জমা প্রদানযোগ্য অস্ত্র ২০৫টি। বিভিন্ন জনের আবেদনের প্রেক্ষিতে এবং কর্মরত সামরিক কর্মকর্তার মৃত্যুজনিত কারণে, পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার কারণে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অস্ত্র বরাদ্দ রয়েছে ৭৪টি। গতকাল বিকাল ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের জেএম শাখায় মোট অস্ত্র জমা পড়েছে ৮১ টি। অর্থাৎ ২০৫ টি বৈধ অস্ত্র থেকে এখনো পর্যন্ত ১২৪টি অস্ত্র লাইসেন্সধারীরা জমা দেয়নি। ফলে গতকাল বিকাল ৫ টার পর থেকে উক্ত ১২৪টি অস্ত্র বৈধ হয়েও যথাসময়ে জমা না দেওয়ায় অবৈধ অস্ত্র হিসাবে গণ্য হবে।
© Deshchitro 2024