|
Date: 2024-09-04 11:17:45 |
ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা কবি সাহিত্যিক সমাজসেবক মাওলানা সোহাইল আহমদের আমন্ত্রণে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইসে আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান। প্রধান অতিথির বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী লেখক সাহিত্যিক মাওলানা সোহাইল আহমদ সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য দেন এম.সি. ইনস্টিটিউট ফ্রান্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, মোহাম্মদ হানিফ পারভেজ, মাওলানা মাসুম আহমেদ।
© Deshchitro 2024