|
Date: 2024-09-04 12:16:46 |
অবশেষে উচ্ছেদ করা হলো রংপুরের পীরগাছার ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ থেকে মুদি-চায়ের দোকান শাওন স্টোর। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের উপস্থিতিতে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সেনা ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, বারবার দোকান ঘর উচ্ছেদের নোটিস দিলেও শাওন স্টোরের মালিক সাইফুল ইসলাম তা কর্ণপাত করেননি। নিজের ইচ্ছেমতো চালিয়ে যাচ্ছিলেন তিনি। দোকান ঘরটি না সরানোর ফলে ছাওলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ছাওলা জনকল্যাণ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার কার্যক্রম চলমান রাখতে সমস্যার সম্মুখীন হতেন সংশ্লিষ্টরা। এদিকে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া ও ছাওলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি সাখাওয়াত হোসেন উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
© Deshchitro 2024