|
Date: 2024-09-04 14:24:29 |
শরীয়তপুর জেলার নড়িয়ার সুজাসার গ্রামে ঝুনু বেগম (৫০) নামে তিন সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ঝুনু বেগম সুজাসার গ্রামের ইতালি প্রবাসী সিরাজ খান এর স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঝুনু বেগম এর স্বামী অনেকদিন যাবত অনলাইন ডেটিং এপে আসক্ত ছিলেন। সেখান থেকে একাধিক নারীদের সঙ্গে পরিচিত হয়ে পরকীয়ার সম্পর্কে জড়ান। এ কারণে স্ত্রী ঝুনু বেগম এর সাথে তার প্রায়ই মনমালিন্য ও ঝগড়া হতো। সিরাজ খানের এ পরকীয়ার বিষয় নিয়ে কিছুদিন যাবত ঝগড়া হয়ে তা চরম পর্যায়ে পৌছায়। যার ফলে ঝুনু বেগম মানসিকভাবে ভেঙে পরেন। এবং আজ বুধবার দুপুর ২ টার দিকে ঝুনু বেগম তার শোবার রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যান এর সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
পরিবারের লোকজন ঘটনা আচ করতে পেরে জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ করে ঝুনু বেগমকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। নড়িয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
© Deshchitro 2024