|
Date: 2024-09-05 05:06:57 |
কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আলী চৌধুরীর অস্ত্রবাজির ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটির পর তার পরিবারের পক্ষ থেকে ওই অস্ত্রটি জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কক্সবাজারে ২০৫টি বৈধ অস্ত্র রয়েছে, যার মধ্যে গতকাল বুধবার সন্ধ্যা ৫টা পর্যন্ত ১০৬টি অস্ত্র জমা দেয়া হয়েছে। বাকি ৯৯টি অস্ত্র কোথায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী জানান, ২০২৪ সালের ৭ মে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আলী চৌধুরীর নামে একটি ‘ইতালিয়ান মডেল’ পিস্তল ইস্যু করা হয়। তার পরিবারের পক্ষ থেকে ৪০ রাউন্ড গোলাবারুদসহ পিস্তলটি জমা দেয়া হয়েছে। তবে তদন্তে উঠে এসেছে, রুস্তম তার ইস্যুকৃত ৫০ রাউন্ড গোলাবারুদ থেকে ১০ রাউন্ড গুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে ব্যবহার করেছে।
কক্সবাজারের মহেশখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মকসুদ মিয়া সহ আরও অনেক নেতা এখনো তাদের অস্ত্র জমা দেননি। মকসুদ মিয়ার নামে একটি শটগান ও একটি পিস্তল ইস্যু করা হয়েছিল ২০১৪-১৫ সালে, যা এখনো জমা দেয়া হয়নি।
© Deshchitro 2024