|
Date: 2024-09-05 05:07:29 |
গণঅভ্যুত্থান এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে দেশব্যাপী ছাত্র - জনতার ❝ শহীদী মার্চ ❞ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই প্রেক্ষিতে আগামী ৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কক্সবাজারের পাবলিক লাইব্রেরির (শহীদ দৌলত ময়দান) মাঠ প্রাঙ্গণ হতে ❝ শহীদী মার্চ ❞ কর্মসূচি র ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার সাধারণ শিক্ষার্থীরা।
শহীদী মার্চ কর্মসূচি বাস্তবায়নে বিকাল ৩ ঘটিকা থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে ছাত্র-জনতার গণ-জমায়েত হবে।
বিকাল ৩টা ৩০ ঘটিকায় পাবলিক লাইব্রেরির মাঠ প্রাঙ্গণ থেকে র্যালি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে, বিকাল ৪ ঘটিকায় আন্দোলনে আহত ব্যাক্তি ও শহীদের নিয়ে স্মৃতিচারণের আয়োজন করা হবে।
পরবর্তীতে বিকাল ৫টা ১০ ঘটিকায় বিদ্রোহী সংগীতের মাধ্যমে আন্দোলনের গতিশীলতা এখনো কমে যায়নি তা জানান দেওয়া হবে।
সর্বশেষ সন্ধ্যা ৬টা ১০ ঘটিকায় শহীদের সম্মানে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ❝শহীদী মার্চ❞ কর্মসূচি সমাপ্ত হবে।
❝ আপামর ছাত্র-জনতা আন্দোলন চলাকালীন যেভাবে ভূমিকা রেখেছিলো আগামীকালের কর্মসূচি বাস্তবায়নে ঠিক সেভাবেই ভূমিকা পালন করার আহবান করা হলো❞
© Deshchitro 2024