|
Date: 2022-11-10 14:34:59 |
যশোরের অভয়নগরে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটককৃত গাঁজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা। মাদক ব্যবসায়ী মাগুরা জেলার শালিখা থানার সিংড়া গ্রামের( পশ্চিম পাড়া) ইসমাইল ভূইয়ার পুত্র নাজিম ভূইয়া (১৯)। বতর্মানে মাদক ব্যবসায়ী উপজেলার মশরহাটি নিবাসী মিলন খন্দকারের ( আখতারের ভাড়াটিয়া) ভাড়া বাড়িতে থাকে। আরেকজন আসামি মশরহাটি গ্রামের আলম মোল্লার পুত্র সজীব মোল্লা(২২) পলাতক রয়েছে।
অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এসআই মনিরুল ইসলাম, এএসআই শিলন আলী, উপজেলা আনসার ও ভিডিপি ১নং ওয়ার্ভ দলনেতা বিপ্লব হোসেন মোল্যা সমন্বয়ে পুলিশের একটি দল ১০ নভেম্বর (বৃহঃবার) ভোরে মশরহাটি আয়তনের বাড়ি সংলগ্ন দোকানের সামনে অভিযান পরিচালনা করে নাজিম ভূইয়াকে আটক করলেও অপর আসামী সজীব মোল্যা পালিয়ে যায়। এ ঘটনায় অভয়নগর থানা পুলিশ বাদী হয়ে ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রাখা ও সহায়তা করার অপরাধে মামলা দিয়েছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাজীম ভূইয়াকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024