জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি ) র‌্যাগিং বন্ধের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা । বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।


এসময় মানববন্ধনে সিএসই বিভাগের ২য় বর্ষের ফাইজুর রহমান ফাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফিশারিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আহমেদ, র‌্যাগিং এর শিকার সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ফাহাদ) প্রমুখ।


এসময় মানববন্ধনে বক্তারা ৩টি দাবি জানান-


এক. বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম অনুসারে র‍্যাগিং ও বুলিং-এর শাস্তি (নূন্যতম এক সেমিস্টার) প্রদান করতে হবে


দুই . মুচলেকা দিতে হবে, ক্যাম্পাসে যদি ভবিষ্যতে এমন কর্মকান্ডে যুক্ত হয় তাহলে ছাত্রত্ব বাতিল করতে হবে।


তিন. হল থেকে অভিযুক্তদের বহিষ্কার করতে হবে।


মানববন্ধন শেষে উক্ত তিন দাবিতে বুলিং ও র‍্যাগিং কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তারের নিকট আবেদন জমা দেন শিক্ষার্থীরা।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হলে

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সিনিয়র কর্তৃক র‍্যাগিংয়ের শিকার হন সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ফাহাদ)। র‍্যাগিংয়ের ঘটনায় একদিন জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন ভুক্তভোগী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024