|
Date: 2024-09-05 11:03:32 |
লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার।
লাখাইয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামের মৃত কাঙালিয়া মিয়ার পুত্র মাদকব্যবসায়ী নুর ইসলাম কে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর বেলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার তেঘরিয়া গ্রামের মাদকব্যবসায়ী নুর ইসলাম (৭০) কে ১ শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে
গ্রেফতার নুর ইসলাম কে ১০ দিনের কারাবাস ও ২ শত টাকা জরিমানা করা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনস্পেক্টর কাজী হাবিবুর রহমান সহ অধিদপ্তরের লোকজন।
© Deshchitro 2024