১২ অক্টোবর থেকে  চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে  শুরু  হচ্ছে  বনফুল-  সিজেকেএস - সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগ - ২০২২। 

 উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি  হিসাবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন  সাবেক মেয়র ও সিজেকেএস সাধারন সম্পাদক  আ জ ম নাছির উদ্দিন ও  উদ্বোধক  হিসেবে উপস্থিত থাকবেন  বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব। 

১০ নভেম্বর বৃহস্পতিবার    বিকালে  এক সাংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি এস এম শহিদুল ইসলাম   উপস্থিত  সাংবাদিকদের এ তথ্য জানান।  

উক্ত সাংবাদ  সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আমানুল আলম, সিজেকেএস অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম,  যুগ্ম - সম্পাদক আমিনুল ইসলাম, ফুটবল সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএসএ যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু সহ সিজেকেএস কর্মকতা ও কাউন্সিলরা। এবারের  লিগে  সর্বমোট ১০ টি দল অংশ গ্রহন করবে।   উদ্বোধনী দিনে আগ্রাবাদ কমরেড ক্লাব ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাব একে অপরের সাথে  মোকাবেলা করবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024