|
Date: 2024-09-05 13:52:48 |
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে শাহীদি মার্চ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় পিরোজপুর পুরাতন বাসষ্ট্যান্ডের বৈষম্যবিরোধী চত্বর থেকে শহীদী মার্চ শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে পথ সবার মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে কয়েক’শ ছাত্র-ছাত্রী অংশ নেয় ও শ্লোগান দেয়।পরে শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ এর ছাত্র মোঃ মুসাব্বির মাহমুদ সানি ও শাহরিয়ার আমীন সাগর, রেদওয়ানুল ইসলাম, আসমা আক্তার মিতু, লুলু আল মারজান প্রমুখ।
© Deshchitro 2024