|
Date: 2024-09-05 14:37:39 |
চাটখিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করা হয়।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম নির্দেশনায় শহীদদের স্মরণে ''শহীদি মার্চ'' পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার ছাত্র, জনতা সহ আরও উপস্থিত ছিলেন, তায়েফ হোসেন, মেহেদী হাসান আরাফাত, আণিকা বুশরা শম্পা, তারপিনা শাহনাজ রজব, মমতা সালিশ মোহাম্মদ রেদওয়ান, আব্দুর রহমান নিশাদ, বাইজিদ হোসেন ও রাকিব হোসেন।
এছাড়া সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নিহত বীর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন প্রজ্জ্বলিত করেন।
© Deshchitro 2024