|
Date: 2024-09-05 14:56:19 |
কমিউনিটি মনিটরিং সভা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সনাক এর অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গল ও এর আওতাধীন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি - স্বাস্থ্য ও ভূমি) উপজেলা ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পর্যায়ক্রমে পৃৃথক দু’টি মতবিনিময় সভা আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা চিত্র উপস্থাপন করেন সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য।
এসময় উল্লেখিত সমস্যাসমূহ সম্পর্কে অবহিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী উত্থাপিত সমস্যসমূহ সমাধানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত তথ্য/সমস্যাদি উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-শ্রীমঙ্গলের ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক সৈয়দ নেসার আহমেদ।
উপজেলা ভূমি অফিসে স্থানীয় পর্যায়ে গঠিত প্রতিষ্ঠান ভিত্তিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি-ভূমি)’র সদস্যবৃন্দের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের নজরে এনে সমাধানের লক্ষ্যে সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসকে বিভিন্ন সমস্যাবলী অবহিত করা হয়।
এসময় তিনি কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত তথ্য/সমস্যাদি উপস্থাপন অভিযোগগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বস প্রদান করেন।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো: আবু বকরসহ সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর সদস্যবৃন্দ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যবুন্দ, উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
© Deshchitro 2024