|
Date: 2024-09-06 02:38:38 |
কক্সবাজারের কুতুবদিয়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে ও আওয়ামী লীগ সৈরাচার সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ পালিত হয়েছে।বৃহস্পতিবার( ৫জুলাই) বেলা দুইটার দিকে উপজেলার ফুলগাছ তলা এলাকায় গিয়ে দেখা যায়, শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে শিক্ষার্থীরা জড়ো হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চে অংশ নিতে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নাম লেখা পোস্টার হাতে অংশগ্রহণকারীরা। পরে বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়,এসময় বক্তব্য রাখেন উপজেলা বৈষম্যবিরুদী ছাত্র আন্দোলনের রিদুয়ানজ্জামান হেলালী, তারেক সহ আরোও অনেকেই।
© Deshchitro 2024