|
Date: 2024-09-06 13:00:16 |
নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী এক শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। শুক্রবার বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল থেকে মিছিলটি বের হয়ে কলেজমোড়ে চারমাথায় সড়ক বেরিকেড দিয়ে বিক্ষোভ করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সমন্বয়ক আহসানুল্লাহ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে আশার মোড় হতে নাগেশ্বরী আসার পথে কলেজমোড়ে তার উপর হামলা চালানো হয় এবং তার মোটরসাইকেল ভাংচুর করা হয়। রাতেই নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু, তার ভাই আতা ও আরিফুর রহমান লেচুকে আসামী করে অভিযোগ করেন তামিম। পরে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রংপুর রেফার্ড করেন চিকিৎসক।
শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের আহŸায়ক নূর জামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে প্রাথমিকভাবে সদস্যপদসহ দল থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই ঘটনায় যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবুও থানায় একটি অভিযোগ করেছেন বলে জানা গেছে।
© Deshchitro 2024