|
Date: 2024-09-06 15:23:23 |
সাব-ইন্সপেক্টর হতে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানায় কর্মরত রোকসানা আক্তার খানম। বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হতে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে মোট ১৬ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার অ্যাডিশনাল আইজি (ফিনান্স) আবু হাসান মুহাম্মদ তারিক, বিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়। সদ্য পদোন্নতি পাওয়া রোকসানা আক্তার খানম নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সন্তান। তিনি ২০১২ সালে ৩৩তম আউটসাইট ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ এসআই (নিরস্ত্র) হিসেবে যোগদান করেন। প্রথমে তিনি জামালপুর জেলায় দায়িত্ব পালন করেন। পরে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি শীঘ্রই ঢাকা এসবি’তে যোগদান করবেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
© Deshchitro 2024