কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া বয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারে আর্থিক অনুদান দিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।


কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণের নিজস্ব উদ্যোগে রামু উপজেলার গর্জনিয়া, বাইশারী, কচ্ছপিয়া ও ইসলামপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়। 


বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার রায়হাতুল গীর কসবা এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী হেলাল, সাঈদী, সাজ্জাদ, নুর ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহজাহান।


কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, আইন বিভাগের সিনিয়র লেকচারার নাজিয়া আকতার রিতা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আনান্দেব বড়ুয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আতাউল্লাহ খালেদ, ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার আদিল ইলাহী, বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক রাজিদুক হক, প্রমুখ শিক্ষকদের এর অক্লান্ত পরিশ্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সহযোগিতায় এই মহতী কার্যক্রম পরিচালিত হয়। 


আইন বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সাঈদীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ নুর। 


অনুদান প্রদান পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষক রায়হাতুল গীর কসবা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, আমরা আপনাদেরকে অনুদান দিতে আসি নাই, আপনাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য দেখা করতে এসেছি মাত্র।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024