|
Date: 2024-09-06 16:28:15 |
টেকনাফের হ্নীলা ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা ও তার ভাইয়ের মালিকাধীন পোল্ট্রি ফার্মের মুরগী বোঝাই পিকআপ হতে ৩০হাজার ইয়াবার চালান উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় মুরগী বহনের পিকআপ গাড়িটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান, গত ৫সেপ্টেম্বর রাত সোয়া ১১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল পোল্ট্রি মুরগী বহনকারী একটি পিকআপ গাড়িযোগে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-কক্সবাজার লিংকরোড আঞ্চলিক সড়কের ধুরুমখালী এলাকায় জামাল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে মাদক বিরোধী অভিযান শুরু করে। এসময় মুরগী বহনকারী একটি সাদা রংয়ের পিকআপ (রেজিঃ নং ঢাকা-মেট্রো-ন-১১-৩৬২১) চেকপোস্টে এসে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি সন্দেহজনকভাবে কৌশলে দ্রæত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে হ্নীলা পশ্চিম লেদার মৃত নজির আহমদের পুত্র নুরুল ইসলাম (২৮) এবং ৯নং ওয়ার্ড মোচনী পাড়ার ফজল করিমের পুত্র মোঃ ফারুক (১৯) সহ গাড়িটি আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গাড়িতে ইয়াবা রয়েছে মর্মে স্বীকার করায় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও গাড়ি তল্লাশী করে পিকআপের কেবিনের পিছনের অংশে ঢালার সাথে বিশেষ কায়দায় লুকানো মোট ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা প্রকাশসহ দীর্ঘদিন যাবত ড্রাইভারী পেশার আড়ালে উক্ত গাড়িটি ব্যবহার করে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে আসছে বলে জানায়।
স্থানীয়রা জানায়, ধৃত মাদক কারবারী চালক-হেলপার দীর্ঘদিন ধরে হ্নীলা ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা ও তার ভাই আবছারের মালিকানাধীন পোল্ট্রি ফার্মের কর্মচারী হিসেবে কাজ করে আসছে।
এ বিষয়ে নুরুল হুদা মেম্বারের সাথে কথা বলতে চাইলে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
উক্ত কর্মকর্তা আরো জানান,উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে। ###
© Deshchitro 2024