|
Date: 2024-09-07 06:14:50 |
ফরিদপুরের ভাঙ্গায় আজিনগর ইউনিয়নে পুকুরপাড় গ্রামে প্রথম ফেইসবুকে তর্ক বির্তক,পরবর্তীতে রুপ নেয় সংঘর্ষে।এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয় চার জন। এতে মারধর ও বাড়িঘর ভাঙচুর,নগদ অর্থসহ স্বর্নের অলংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী আনোয়ার হাওয়ালাদারের ছেলে মেহেদী হাওলাদার(১৬) জানায় আজিনগর বাজারে একটি দোকানের ভেতর ইকরাম হাওলাদার এর ছেলে ফিরোজ ও সাজ্জাত হাওলাদার এর সঙ্গে আমার সাথে ফেসবুকে কমেন্ট ও ভয়েস ম্যাসেজ নিয়ে কথা কাটি হয়। এর পর স্থানীয়রা ঘটনাস্থলে মীমাংসা করে দেয়। আমি সন্ধ্যার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে ইকরাম হাওলাদার তার লোকজন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমার গতিরোধ করে লাঠি শুটা নিয়ে মারধর করে রাস্তার পাশে পুকুরের পানির মধ্যে ফেলে দেয়। ভুক্তভোগীর মাকে মারধর করে আহত করে, এছারা আহত হয় শানু বেগম(৪০)। এক পর্যায়ে আমার চিৎকার শুনে লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
পরবর্তীতে এই ঘটনা কেন্দ্র করে টিটু হাওলাদার পক্ষের সাথে ইকরাম হাওলাদার, জহির হাওলাদার, গফার হালাদার, আজগর হালাদার গংদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি ঘটনা ঘরে। এসময় দুই গ্রুপের পাঁচটি বাড়ি ঘর ভাঙচুর করা হয়।
এই বিষয়ে জহির হাওলাদার (মেম্বার) এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান গতকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেহেদীর চাচা জামাল, টুটুল, মনি হাওলাদার হামলা চালিয়ে প্রবাসি রবিউল এর বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর লুটপাট করে নিয়ে যায়। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে হাসেন হাওলাদারের স্ত্রী রহিমা বেগম জানান। ঘরে ঢুকে ভাঙচুর করে নগত টাকা ও আমার পুত্রবধুর গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
© Deshchitro 2024